Good Night Bangla SMS (Text) Part-1
Thank you for visiting our website/blog.
Dear friends, we uploaded the post Good night Bangla Text SMS, good night, good night Bangla sms etc.
You can share Bangla text SMS, Bangla quotes, social media of www. Banglasmspro.tk website/blog. Such as WhatsApp, Facebook, Twitter, Instagram, Google Plus etc.
রাত বলেছে সে তোমাকে,
ভিষন ভালো বাসে।
তুমি স্বপ্ন দেখবে বলে,
দিনের শেষে আসে।
ঘুম পাড়াবে বলে তোমার,
মাথায় বুলায় হাত।
এবার তবে ঘুমিয়ে পড়, জানাই
শুভ রাত।
স্বপ্ন মানে বাতির খেলা!!
স্বপ্ন ভালোবাসা!!
স্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে রাখা আশা!!
স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথযাত্রী!!
স্বপ্ন মানে মিষ্টি মুখে জানায়
শুভরাত্রি!!
নিরব রাতে ঘুম পরীরা হাসছে মিটি মিটি,
মনে রেখ আমার এই বন্ধুত্বের চিঠি।
বন্ধু তোমায় দেখতে আমার মনটা দিল পাড়ি,
এবার তবে ঘুমিয়ে পর।
না ঘুমালে আড়ি...
শুভ রাত্রি
আজকের এই উত্তাল রাতে,
আকাশের পানে তাকিয়ে,
চাঁদের সৌন্দর্য দেখে,
মন কে শান্ত রাখার চেষ্টা করে,
তোমাদের সকলকে জানাই
শুভ রাত্র
সবার চোখে ঘুম এখন নীরব রাত,
আমার চোখে ঘুম নাই কেন বলতে পারো,
কোন সুখের আশায় আমার এই রাত
জাগা কেন মন আজ দিশে হারা।
#গোড_নাইট।
আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের
খেলায় ভুলা মন। মন চাইছে খুশি থাকুক
আমার আপনজন। নীল রঙ্গের আকাশ
এখন দেখা যাচ্ছে কালো, আমি আছি
বিন্দাস আর তোমরাও থেক ভালো।
**শুভ_রাত্রী*
রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা।
রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালবাসা।
রাত মানে চোখটি বুজে স্রিতির মোড়ক
খোলা। রাত মানে তোমাদের আমার
শুভ রাত্রি বলা
রাত শুধু আধার নয়,
একটু খানি আলো।
রাত শুধু খারাপ নয়,
স্বপ্ন গুলো ভালো। তাই ঘুমিয়ে পর,
ভাল থেক।
শুভ রাত্রি।
রাতের আকাশে অনেক তারা
একলা লাগে তোমায় ছাড়া।
.......¤¤¤শুভ রাত্রি ¤¤¤........'
Twinkle Twinkle' লিটিল স্টার সময়
হলো ঘুমাও এবার মশার সাথে
করো ফাইট আজকের মতো
Good night
ভোরের আলো উঠবে ফোটে রাতের
অবসানে, তোমায় আবার জাগতে
হবে নতুন আলোর টানে, নতুন
দিনে চলতে হবে নতুন পথের যাত্রী,
ক্লান্ত ক্ষনে তাইত জানাই
'শুভ রাত্রী'
জোনাকি হল রাতের বাতি।
স্বপ্ন নাকি ঘুমের সাথি।
মন হল মায়াবী পাখি।
ফ্রেন্ড নাকি সুখ দুঃখের সাথি।
তাই জানাই তোমাদের
'শুভ রাত্র'
নিরব নিস্তব্ধ এই রাতে,
আমি জেগে আছি ঐ জোনাকি পোকার সাথে।
দেখেছি আমি ঐ দূর আকাশের চাঁদ,
এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত....
*-+-*শুভ রাত্রি*-+-*
পাগলী আমার ঘুমিয়ে পড়েছে !
মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে
দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত ।
এ কথা যদি সে জানতো ?
'শুভ রাত্রি '
আমার কথা না ভেবেই তুমি ঘুমিয়ে
পরবে এটা হতে পারে না..
ঘুমাতে গেলে আমার কথা তোমার মনে পর্বেই..
তোমার মন কে তুমি বাধা দিতে পারবে না.এটাই হল ভালবাসা.
GOOD NIGHT
যদি পৃথিবীর সব রং মিশে গিয়ে কালো
হয়ে যায় তবুও তুমি রঙ্গিন থাকবে ,
কারন চোখ বন্ধ করলেই তোমায় রাজ
কন্যার মত দেখি ...
-- শুভ রাত্রি --
সন্ধ্যা তোমার লালচে আকাশ,
মনের ভুলের রাতে।
না ঘুমোনো তারা কিছু,
জাগবে তোমার সাথে ।
#শুভ_রাত্রি
আমার কথা না ভেবেই তুমি
ঘুমিয়ে পরবে এটা হতে পারে না..
ঘুমাতে গেলে আমার কথা তোমার মনে পর্বেই..
তোমার মন কে তুমি বাধা দিতে পারবে না.
এটাই হল ভালবাসা.
'শুভ রাত্রি'
সূর্য ওঠে , দিনের হয় শুরু ,
গোধূলির পরে সন্ধ্যা ,
খোলা আকাশে উকি মারে চাঁদ ,
মিটি মিটি জ্বলে তারা,
তারপরে আসে নিকষ কালো রাত।
সেই রাতের শুভেচ্ছা জানাই।
শুভ রাত্রি।
মিষ্টি পাখির গান,
বন্ধুত্বের টান,
হিমেল হাওয়ার পরশ দিয়ে
বেলি ফুলের সুবাস দিয়ে,
বন্ধুত্বের হাত বাড়িয়ে তোমায় জানাই
শুভ রাত্রি।
0 Comments